ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর কর্তৃক আয়োজিত “তারুণ্যের চোখে স্বাধীনতা অলিম্পিয়াড-২০২৫”

কর্মসূচী –
√ প্রতিসপ্তাহে কুইজ প্রতিযোগিতা
√ স্বাধীনতার ওপর অলিম্পিয়াড

📢📢 অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রক্রিয়া:-

ধাপ ১ঃ নিচের দেয়া লিংকে ফর্ম ফিলআপ করুন।
লিংক – https://ylnbd.org/olympiad-registration-form/

ধাপ ২ঃ ফর্ম ফিলআপ এর পর উল্লেখিত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান অথবা ইমেইলের মাধ্যমে দেয়া হোয়াটসঅ্যাপ লিংকে যুক্ত হয়ে যান।

অলিম্পিয়াড সংক্রান্ত পরবর্তী সকল নির্দেশনা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া হবে।

রেজিস্ট্রেশনের শেষ সময়:২০ মার্চ, ২০২৫। রাত ১২.০০ মিনিট
অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে: ২৬ মার্চ, ২০২৫ । রাত ৯.৩০ মিনিট

📌 উক্ত অলিম্পিয়াডে ০৩ জন বিজয়ীর জন্য রয়েছে বিশেষ পুরষ্কার ও সার্টিফিকেট।

📢 এর পাশাপাশি আমাদের পেইজে ০৮-২০ মার্চ পর্যন্ত চলবে সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা।
📌 কুইজে অংশগ্রহণ এর সময়ঃ সন্ধ্যা ৪.০০ মিনিট – রাত ১২.০০ মিনিট
📌 প্রতি কুইজে ১ জন বিজয়ীকে দেয়া হবে ২৬ টাকা মোবাইল রিচার্জ।

যে কোন প্রয়োজনে আমাদের পেইজে নক করুন-
পেইজ লিংক:-https://www.facebook.com/yehrangpur
আমাদের গ্রুপ লিংক:-https://www.facebook.com/groups/yehrangpur
ইমেইলঃ yehrangpur@gmail.com

#Youth
#YEH #YLN
#YouthLeadershipNetwok
#RangpurRegion