United Nations Development Programme – UNDP এর সাথে কোলাবোরেশানে এবং অ্যাসোসিয়েট ক্লাব পার্টনার Youth Leadership Network কে সাথে নিয়ে Youth Ending Hunger Rangpur Region কর্তৃক আয়োজিত “ফিউচারনেশন” নামে দক্ষতা উন্নয়ন (Upskilling) প্রোগ্রামের কোর্স সমূহের এনরোলমেন্ট সেশন ও উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২ নভেম্বর ২০২৪, শনিবার অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আপনাদেরকে কোর্স সমূহের এনরোলমেন্ট, যাবতীয় তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

 

এখানে যে অসাধারণ সুযোগগুলো রয়েছে-
১। বিভিন্ন গ্লোবাল স্কলারশিপ প্রাপ্তি ও ওপেন কোর্স করার সুযোগ
২। প্রফেশনাল সিভি তৈরী
৩। নিজের দক্ষতার স্ব-মূল্যায়ন (Self-Assessment)
৪। চাকরির সাথে সংযুক্ত হওয়ার মঞ্চ

 

বিশেষভাবে উল্লেখ করতে হলে, এখানে ব্রিটিশ কাউন্সিল থেকে ইংরেজী শেখার সুযোগ রয়েছে! এক মাস ব্যাপী বিশ্বমানের অনলাইন ইংরেজী সার্টিফিকেট কোর্স করতে পারবে। এছাড়াও রয়েছে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স সহ বিভিন্ন ওপেন কোর্স, যা তোমাদের ক্যারিয়ারে একটা ভালো শুরু এনে দিতে পারে।

 

সময়সূচী :
🗓️ তারিখ : ২ নভেম্বর ২০২৪, শনিবার ।
🏡 স্থান : রেজিস্ট্রেশন পরবর্তী জানানো হবে।
🕙 সময়: পরবর্তীতে জানানো হবে।

📌
📌 উক্ত এনরোলমেন্ট সেশনের মাধ্যমে সকলকে এনরোল করানো হবে। তাই আলাদা করে যুক্ত হবার সুযোগ থাকছে না।
📣📢 এনরোলমেন্ট সেশনের জন্য রেজিষ্ট্রেশন প্রক্রিয়া:
১। আপনি আগ্রহী হলে এবং উপস্থিত থাকতে সক্ষম হলে, কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আপনাকে রেজিষ্ট্রেশন লিংক দিয়ে দেয়া হবে।
২। রেজিষ্ট্রেশন এর পরে আপনাকে কনফার্ম ২ নভেম্বর এর কনফার্ম সময় ও ভেন্যু জানানো হবে।