এশিয়া ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত “Youth for Harmony – Innovation Grant” এ আমাদের প্রস্তাবিত প্রজেক্ট “সম্প্রীতির ঐকতান – Unity of Harmony” বিজয়ী হয়েছে। এই প্রজেক্টের আওতায় আমরা ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় রংপুরের উজ্জীবিত তরুণদের নিয়ে বেশ কিছু সচেতনতামূলক কার্যক্রম করতে যাচ্ছি।
এই কার্যক্রমগুলোকে সুন্দরভাবে পরিচালনার জন্য আমরা তরুণরা মিলে সংগঠিত হয়ে একটি টিম গঠন করেছি।